পাকিস্তানে ৯০০ ফুট উচ্চতায় আটকে যাওয়া পাঁচ শিশু উদ্ধার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:১৯
পাকিস্তানে ৯০০ ফুট উচ্চতায় আটকে যাওয়া পাঁচ শিশু উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার পার্বত্য অঞ্চল বাত্তাগ্রামে ৯০০ ফুট (২৭৪ মিটার) উচ্চতায় কেবল কারে আটকা পড়া ৮ জনের মধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ৫ জনের সবাই শিশু।


পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এখনো আটকে থাকা তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে সন্ধ্যা নেমে রাত ঘনিয়ে আসায় হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২২ আগস্ট) সকালের দিকে ক্যাবল কার আটকে যাওয়ার ঘটনা ঘটে। এরপর সকাল থেকেই শুরু হয় উদ্ধার অভিযান।


যে তিনজন এখনো আটকে আছে তাদের মধ্যে একজন শিশু আর বাকি দুজন প্রাপ্ত বয়স্ক। বিবিসি জানিয়েছে, ওই শিশুরা ক্যাবল কারে করে স্কুলে যাচ্ছিল। বাকি প্রাপ্ত বয়স্ক দুজন ওই স্কুলের শিক্ষক।


রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত বাত্তাগ্রাম বড় বড় পর্বত ও গিরিখাতপূর্ণ। এ কারণে স্থানীয় মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে, শিক্ষাপ্রতিষ্ঠান-বাজারে যেতে ক্যাবল কার ব্যবহার করেন।


দু’টি তার বা কেবলের মাধ্যমে চলাচল করে এই যান। খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার একটি কেবল কার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যে একটি তার ছিঁড়ে গিয়ে কারটি অচল হয়ে পড়ে।


এরপর স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরে যোগাযোগ করা হলে উদ্ধার কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টাও করেন; কিন্তু উঁচু এলাকায় জোর বাতাসের কারণে সেই তৎপরতা ব্যর্থ হয়েছে।


উপায়ান্তর না দেখে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে দুর্যোগ মোকাবিলা দপ্তর। সেনাবাহিনী উদ্ধার অভিযানে হেলিকপ্টার নিয়ে আসে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন সেখানে জিপলাইন বিশেষজ্ঞদের নিয়ে এসেছে সেনাবাহিনী।


সূত্র: বিবিসি, রয়টার্স


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com