বিশ্বে করোনায় আরও ১১০ জনের মৃত্যু
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৯:৩৮
বিশ্বে করোনায় আরও ১১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩২৭ জন।


শনিবার (১৭ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ফ্রান্সে। দেশটিতে ৪০ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৯৫ জন।


এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ১৪ জন। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৮ জন এবং মারা গেছেন ১৫ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৮১১ জন বং মারা গেছেন ২৯ জন।


বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৪ লাখ ২২ হাজার ৫৬৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯২ হাজার ১১৮ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬০৮ জন।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com