ফের ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:২০
ফের ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাত্র এক মাসের মধ্যে ফের ভূমিকম্প হলো পাকিস্তানে। বুধবার বিকেলে রাজধানী ইসলামাবাদ, পেশোয়ার, সোয়াত, উত্তর ওয়াজিরিস্তানসহ পুরো পাকিস্তানে অনভূত হয়েছে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের কম্পন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১৮৭ কিলোমিটার।


পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পেশোয়ার, সোয়াত জেলা, উত্তর ওয়াজিরিস্তান ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে।


চলতি বছরের মার্চে পাকিস্তানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় ৯ জন প্রাণ হারায়। আহত হয় ১৬০ জনের বেশি। ধসে পড়ে বেশ কিছু ভবন। লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাকি মারওয়াতসহ অন্যান্য এলাকায় ওই কম্পন অনুভূত হয়।


২০০৫ সালের অক্টোবরে খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও জম্মু-কাশ্মীরে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নারী-শিশুসহ মারা যায় অন্তত এক লাখ মানুষ।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com