৫৫০ সন্তান জন্মদাতাকে এবার থামতে বললেন আদালত
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ১৭:৩০
৫৫০ সন্তান জন্মদাতাকে এবার থামতে বললেন আদালত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেদারল্যান্ডসের হেগ শহরেরএক ব্যাক্তি স্পার্ম ডোনেশনের মাধ্যমে নেদারল্যান্ডসসহ আশেপাশের অন্যান্য দেশে কমপক্ষে ৫৫০ সন্তানের জন্ম দেওয়ার পর তাকে স্পার্ম ডোনেট করতে নিষেধ করেছেন ডাচ আদালত।


আদালত তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তিনি স্পার্ম ডোনেশনের সংখ্যা সম্পর্কে অভিভাবকদের মিথ্যা তথ্য দিয়েছেন।


ডাচ আইন অনুযায়ী একজন পুরুষ সর্বোচ্চ ১২ জন মা কে ২৫ সন্তান নেওয়ার জন্য স্পার্ম ডোনেট করতে পারেন।


ওই ব্যাক্তির শুক্রানুর সাহায্যে গর্ভবতী হওয়া এক মায়ের অভিযোগের ভিত্তিতে, ২৮ এপ্রিল, শুক্রবার নেদারল্যান্ডসের হেগ শহরের আদালত এ নিষেধাজ্ঞা দেন।


জোনাথান নামের ৪১ বছর বয়সী ওই ব্যাক্তিকে বিচারক বলেছেন, যদি তিনি আর কোনো নারীকে স্পার্ম দান করার চেষ্টা করেন তাহলে তাকে ১ লাখ ইউরো জরিমানা করা হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান।


জোনাথানের ওপর ২০১৭ সালেও একবার এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ওই সময় জানা যায়, তিনি ১০০ জনেরও বেশি নারীকে স্পার্ম দান করেছেন। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও অনলাইনে এবং কুরিয়ারের মাধ্যমে অন্য দেশে নিজের স্পার্ম পাঠানো চালিয়ে গেছেন তিনি।


জোনাথান যেসব ক্লিনিকে গেছেন সেগুলোর তালিকা দেওয়ার জন্য এবং যেসব ক্লিনিকে তার স্পার্ম রয়েছে সেগুলো ধ্বংস করার নির্দেশও দিয়েছেন হেগের ওই আদালত।


অভিযোগকারী নারী জানিয়েছেন, জোনাথানের কারণে অসংখ্য শিশু আত্মীয়ের বন্ধনে জড়িয়ে গেছে। যা তারা চাননি। বিষয়টি ভবিষ্যতে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।


সূত্র: আল-জাজিরা


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com