শিরোনাম
এ কেমন মানসিকতা, ঘোমটায় ঢাকা মানবিকতা!
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৭, ১৭:৩০
এ কেমন মানসিকতা, ঘোমটায় ঢাকা মানবিকতা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একটা দেশে যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয় তখন সব দায়িত্ব কি শুধু রাজনীতিবিদের ওপর বর্তায়? কিংবা কিছু সামাজিক সংগঠনের? জাতীয় খেলোয়াড়, বিখ্যাত অভিনেতা(স্টার) বড় বড় ব্যবসায়ী, মাল্টিন্যাশনাল বিশাল বিশাল কোম্পানিদের কি কোনো মানবতা, দায়বদ্ধতা নেই? এ দেশের অসহায় মানুষগুলোর কি তাদের পরিচিতি, মুনাফায় কোনো ভূমিকা ছিলো না, নেই বা থাকবেনা? বড়ো বড়ো কোম্পানিগুলো কি আজ এই দিনেও ক্যালকুলেটরে বলে লাভ-ক্ষতির হিসাব কষবে? বড় বড় স্টাররা কি স্যাটেলাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যা উপভোগ করবে? একজন তৃতীয় লিঙ্গ(হিজরা)একজন শিশু ফুল বিক্রেতা, একজন রিক্সাচালকও যেখানে তাদের হাত বাড়িয়ে দিচ্ছে সেখানে আকাশের স্টারগুলো কিভাবে জলজল করে নির্লজ্জের মত জ্বলতে পারে আমার জানা নেই।


একজন অভিনেতা তার একটি নতুন ছবি মুক্তি পাবার আগে যতবার ‘হলে গিয়ে সবাই ছবি দেখবেন’, ‘প্রেক্ষাগৃহে সপরিবারে বেশি বেশি ছবি দেখবেন’ বলে চিৎকার করে তাদের মুখে একবারও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান শুনিনি...পত্রিকার মাধ্যমে আমরা প্রায় সবই জানি কোন খেলোয়াড়, কোন অভিনেতা ধনীর কততম তালিকায় রয়েছে...আজ আমি ধিক্কার জানাই আমার মানসিকাতাকে, যেই হাতে ছক্কায় তালি দিতাম, প্রিয় তারকার সাফল্যে আনন্দে কেঁদে ফেলতাম, প্রিয় নায়ক-নায়িকার ছবি দেখতে মাকে মিথ্য বলে হলে গিয়ে ছবি দেখতাম। জেনারেল ওয়াটার রেখে ১৫ টাকায় যে কোম্পানির মিলারেল ওয়াটার খেতাম। আর ঘৃণা করি ঐ সকলকে...টাকা দিয়ে যারা সাফল্য বিচার করে, মানবিকতা দিয়ে নয়।


শাহীনূর নারগিছের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com