শিরোনাম
আই এস
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:৪৬
আই এস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আচ্ছা ভাইজানেরা, আপনেরা কি কেউ কইতে পারেন, এই যে সবখানে শুনি, "আই এস", তা এই "আই এস" জিনিসটা কি?


ইন্টারনেটে গুগোল কইরা দেহি, আজিব কেইস। কালো পোশাক, মাশাল্লাহ, আমাগর দেশের রেবের চেয়েও সৌন্দর্য। ফেলাগটার মইধ্যেও কেরামতি আছে। আরবিতে কিছু দোয়া-কালাম লেহা। দর্শনদারী মন্দ না। গুণ বিচার কইরা দেহি, আলহামদুলিল্লাহ, হেগর গুণেরও শেষ নাই। কাজ কারবার অতি চমৎকার। শ্যাকড়ার মতন কুনো ঠুকঠাকের মইদ্ধ্যে নাই। ধর, আর "আল্লাহুয়াকবার" বইলা জবাই কর, নাইলে এক গুল্লিতেই ফাটাস। মাইরপিটের ধারেকাছেও নাই।


এগর দায়িত্ববোধের ইতিহাস পইড়া আমি মুগ্ধ, পুলকিত, চমকিত এবং স্তম্ভিত। পৃথিবীর যে কোন কোনায়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এন্টার্কটিকা এমনকি বাংলাদেশের ছাগলনাইয়াতেও গোলাগুলি কইরা কেউ কাউরে মাইরা ফালাইলে, বুমাবাজী করলে, অথবা কুনো মাতাল ডেরাইভার ফুটপাথ, নাইলে বাজারের মইধ্যে টেরাক তুইল্যা মানুষ মাইরা ফালাইলে, হেই বেডা মুসলিম, খ্রিস্টান বা ইহুদী হইলেও, সাথে সাথে সব দায়দায়িত্ব এরা নিজেরার ঘাড়ে নিয়া নেয়। এইরকম দায়িত্ববোধ আমাদের দ্যাশের সবার মইদ্ধ্যে থাকলে দেশ আইজ কত উন্নতি করতো, চিন্তা করতেই আমার মনডা কেমুন কেমুন জ্যান উথালি পাথালি করে।


এদের কাজকর্ম দেইক্ষ্যা আমি শিউর, অচিরেই ডেঙ্গু, পাতলা পাইখানা এমুনকি ঠাডা পইড়া মানুষ মরলে তার দায় দায়িত্বও এরা লইয়া লইব।


আমার বস মাঝে মইদ্দে কয়, তোমার সেন্স অফ হিউমার একটু বেশি, কিন্তু সেন্স অফ রেস্পন্সিবিলিটি একটু কম। আমার খুব শখ, জুদি এক বছরের লাইজ্ঞাও এগর দলে ঢুইকা কিছু কাম-কাইজ শিখতে পারতাম! বাকি জীবন আমার "দায়িত্বজ্ঞান" লইয়া কেউ কুনো প্রশ্ন করতো না। ইয়া আই এস-এর উস্তাদেরা, আমার কালা সালাম।


শুভ্রনীল কাইয়ুমের ফেসবুক থেকে


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com