শিরোনাম
কোন সরকার ভেবেছে অটিস্টিক বেবীদের জন্য?
প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৬:৪৪
কোন সরকার ভেবেছে অটিস্টিক বেবীদের জন্য?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বহুদিন পর দেখা হলো কলেজ বন্ধু রাকিবের সাথে। মুটিয়ে গেছে অনেকটা। চুল কমে যাওয়াতে তালুটা চিক চিক করছিল। প্রথমে চিনতে পারিনি, তবে ''ও বন্ধু'' বলে জড়িয়ে ধরাতে, ওর বুকের নিশ্বাসপ্রশ্বাসই বলে দিচ্ছে, ও আমার বড়ই প্রিয়, অনেক কাছের।


ওর বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। পারিবারিকভাবেই ধানের শিষের ভোটার আমার বন্ধু। আলাপে জানতে পারলাম, অনেক বড় ব্যবসায়ী রাকিব। ভালোই আছে। এক ছেলে, এক মেয়ে ওর। ছেলেটা বড়, পড়ে নার্সারিতে আর ছোট মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে। পরে জানলাম ছেলেটা অটিস্টিক বেবী।


ছেলের কথা উঠতেই বন্ধুর সুন্দর মুখখানি মলিন হয়ে গেলো। চোখ দিয়ে পানি ঝরছে। বন্ধুর মনের কষ্ট অনুভব করে মনের অজান্তেই চোখের কোণায় ভেজা অনুভব করছিলাম। ভাবছিলাম হাজারো অটিস্টিক বেবীর বাবা-মা'র মনের কষ্ট ও দুশ্চিন্তার কথা।


আলাপচারিতার এক পর্যায়ে রাকিব নিজেই জানালো পুতুল ও শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতার কথা। পুতুলের অটিস্টিক বেবীদের নিয়ে কাজ এবং তার মা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা তাকে মুগ্ধ করেছে।


এই প্রথমবারের মত নৌকায় ভোট দিতে যাচ্ছে রাকিব ও ওর স্ত্রী।


রাকিবের বিশ্বাস, ওর মত হাজারো অটিস্টিক বেবীর পরিবারের সদস্যরা ভোট দেবে নৌকায়।


আর কেনই বা দেবে না? আওয়ামী লীগ সরকার ছাড়া আর কোন সরকার ভেবেছে অটিস্টিক বেবীদের জন্য?


হঠাৎ যদি কোনোদিন শুনতাম রাকিবের বেবী সুস্থ হয়ে গেছে!!


অন্তরের অন্তঃস্থল থেকে তোমার ছেলের সুস্থতা কামনা করছি বন্ধু। ভালো থেকো সবসময়।


দীপক কুমার বণিক দীপুর ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com