শিরোনাম
‘পাহাড়িদের কান্না পাহাড়েই নিঃশেষ হয়ে যায়’
প্রকাশ : ০২ জুন ২০১৭, ২৩:০৫
‘পাহাড়িদের কান্না পাহাড়েই নিঃশেষ হয়ে যায়’
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য টগর মো. সালেহ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমার বন্ধু মনি শংকর চাকমা; স্নেহের অনুজ রাসকিন চাকমা, টিমো, রুপেশ চাকমা, মনিময়; রাঙামাটিতে গবেষণা চলাকালীন সময়ে আমাদের বিশেষ আন্তরিকতা দেখিয়েছেন বিজাক চাকমা, ববি মারমা, সাগরিকা ত্রিপুরা, রূপান্তর চাকমা, তপন জ্যোতি চাকমা, ক্রাজাইরি মারমাসহ অন্যান্যরা।


আমার বন্ধু মনি এসেছে আমার বাড়িতে, আমি তার দাওয়াতে গেছি রাঙ্গামাটিতে। এইতো বিগত বিজু উৎসবেও গেলাম। তাদের উৎসব দেখলাম। আদিবাসী নেতা সন্তু লারমা’র বাড়িতেও দাওয়াত খেয়েছি। আন্তরিকতার কোনো ত্রুটি রাখেননি তিনি। বিপুল চাকমাসহ অন্যান্যদের সাথে মিশেছি। প্রত্যেকে খুব আন্তরিক। আত্মার আত্মীয় মনে হয়েছে।


এক বন্ধু বলেছিল, ‘পাহাড়িদের কান্না পাহাড়েই ধ্বনিত-প্রতিধ্বনিত হয়ে নিঃশেষ হয়ে যায়।’ কথাটা মনে দাগ কেটেছিল।


আদিবাসী=আদিম অধিবাসী। তাহলে আজ কেনো আদিবাসী-সেটেলার দন্দ্ব, কেনো হানাহানি, জ্বালাও-পোড়াও???


মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার দৃষ্টি আকর্ষণ করছি। আশাকরি তিনি আদিবাসী-সেটেলার বিরোধের অবসানে ভূমিকা রাখবেন। তিনিই আমাদের ভরসার যায়গা।


ভালো থাকুক আমার ভাই বোনেরা, ভালো থাকুক পাহাড়, শান্তিতে থাকুক পাহাড়ের বুকে ঘর বাঁধা মানুষগুলো।



বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য টগর মো.সালেহ’র ফেসবুক থেকে নেয়া



বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com