শিরোনাম
'মানুষ' হতে আর কত অপেক্ষা!
প্রকাশ : ০৫ মে ২০১৭, ০০:৫৫
'মানুষ' হতে আর কত অপেক্ষা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত কয়েকদিন থেকে প্রায়ই মনে করার চেষ্টা করছি আত্মাহুতি দেয়া হযরত আলী এবং তাঁর 'পালিত' মেয়ে আয়েশা যখন বাড়ি থেকে বের হয়ে রেললাইনের দিকে যাচ্ছিল তখন আমি কি করছিলাম?


শান্তিতে ঘুমাচ্ছিলাম? বৈঠক করছিলাম? এলাকার মানুষের সমস্যার কথা শুনছিলাম? দেশ হিসেবে কতটা এগিয়েছি তার হিসেব করছিলাম? পুরনো কোনো বন্ধুর সাথে ফেসবুকে খোঁজ নিচ্ছিলাম? সামনে আরো ভালো ভালো কী করা যায় তার পরিকল্পনা করছিলাম?


কী লাভ এতোকিছু করে যখন নিষ্পাপ আয়েশা এভাবে মারা যায়? কিসের জন্য এতকিছু করছি আমরা?


হযরত আলী 'একজন’ মানুষও পেলেন না যিনি তাঁকে একটু আশ্বস্ত করতে পারতেন অন্তত!


'মানুষ' হতে আর কত অপেক্ষা করতে হবে আমাদের? কঠোর ও সর্বোচ্চ শাস্তি হবে দায়িত্বে অবহেলাকারীদের।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের ফেসবুক থেকে নেয়া।



বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com