শিরোনাম
একে একে নিবিছে দেউটি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৫
একে একে নিবিছে দেউটি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এই ছবিটি ২০০৪-৫ সালের দিকে আমার গ্রামের বাড়িতে তোলা। টুলে বসা বাম থেকে আমার স্কুল জীবনের সহপাঠী ডেমুরা গ্রামের হাজী শহীদ, রসুলপুরের চিনু উকিল, কাশবনের আমি, বারঘর গ্রামের আহসাবউদ্দিন খান এবং মাটিতে বসা কাশবনের রামকৃষ্ণ সিংহ।


এই ছবিতে আমাদের মধ্যে যিনি ছিলেন সকলের বড়, সেই চিনুদা, আজ লোকান্তরিত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯২-৯৩।


গত বছর, ২০১৬ সালে মারা গিয়েছেন মাটিতে বসা অন্ধপ্রায় রামকৃষ্ণ সিংহ। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫-৭৬।


সবার আগে, ২০০৫ সালে মারা যান আনার ডানে বসা বারঘরের আহসাবউদ্দিন (আহসাব ভাই)।


এই ছবির করমর্দনরত দু'জন - আমি ও শহীদই এখনও বেঁচেবর্তে আছি।


৫০ ও ৬০ দশকে, বারহাট্টার সাংস্কৃতিক অঙ্গনে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন চিনুদা ( চিনু উকিল)। আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।


কবি নির্মলেন্দু গুণের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com