শিরোনাম
হতাশার প‌রেও ক্ষীণ আশা, য‌দি ন্যায়‌বিচার হয়!
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩০
হতাশার প‌রেও ক্ষীণ আশা, য‌দি ন্যায়‌বিচার হয়!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কল্যাণ কোরাইয়ার জামিন হয়েছে। হওয়ারই কথা। গত চারটা দিন কতো কষ্টই না তার হয়েছে কারাগারে। অভিনন্দন কোরাইয়া। যাক আর চিন্তা নেই আপনার। আশা করি, আজ রাতে বন্ধুদের নিয়ে একটা পার্টি দেবেন।


নানা ঘটনায় আমার নিজের একটা উপলব্ধি হলো, এ দেশে যে কোনো মামলায় সন্দেহভাজনের পক্ষে, ক্ষমতাশীল আসামিদের পক্ষে, যতো তদবির হয়, যতো রথি-মহারথী তাদের পক্ষে দাঁড়ান, সাধারণ মানুষ বা বাদীর পক্ষে তার কিয়দাংশও দাঁড়ান না। আমা‌দের তদন্ত, বিচারব্যবস্থা কিংবা রাষ্ট্রপক্ষও ত‌তোটা শ‌ক্তিশালী নয়, যা‌তে সাধারণ মানুষ ন্যায়‌বিচার পায়। ফ‌লে গাড়িচাপায় শত শত হাজার হাজার মানুষ মরলেও কেউ ন্যায়বিচার পায় না।


ন্যায়বিচার পায় না ধর্ষিতা মেয়েটি কিংবা খুনের শিকার পরিবারটিও। এই দেশে ভুক্তভোগী মাত্রই জানেন ন্যায়বিচার পাওয়া কতোটা কঠিন। কারণ, এখা‌নে ধর্ষ‌নের পর পর ধ‌র্ষিতা‌কে প্রমাণ কর‌তে হয় তি‌নি ধর্ষিতা। আর কাউকে য‌দি খুন ক‌রে আপনি পার পেতে চান, ত‌বে সড়ক দুর্ঘটনা সব‌চে‌য়ে সহজ পন্থা, যেখা‌নে বিচার হ‌বে না।


ও হ্যা নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এদে‌শে তা‌দের ফাঁ‌সি কার্যকর ক‌বে হ‌বে জা‌নি না, ত‌বে শত হতাশার প‌রেও ক্ষীণ আশা নিয়ে আমরা বেঁচে থাকি, য‌দি ন্যায়‌বিচার হয়।


অতী‌তে‌র সড়ক দুর্ঘটনার খু‌নের বিচার পাইনি, তবুও জিয়া ভাই ন্যায়‌বিচার পা‌বেন সেই আশা জিই‌য়ে রাখলাম। সেটা পা‌বো কি-না জা‌নি না, ত‌বে সব দে‌খে সালাম জানাই ক্ষমতাশালী‌দের। আপনারা পা‌রেনও ব‌টে!


শরীফুল হাসানের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com