শিরোনাম
খেলার মাঠ কেড়ে চালাই কর্পোরেট বাণিজ্য
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৭, ১২:৩২
খেলার মাঠ কেড়ে চালাই কর্পোরেট বাণিজ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘আমাদের যুগে আমরা যখন মাঠে করেছি খেলা,


তোমরা এখন সেই বয়সেই গ্যাংবাজি কর মেলা।


আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি


সেই বয়সে তোমাদের হাতে হকিস্টিক আর ছুরি!’


উত্তরায় আদনান কবির নামের ১৩/১৪ বছরের একটি ছেলে খুন হয়েছে তারই সমবয়সীদের হাতে। সদ্য জেএসসি পাস এই ছেলেদের নাকি বিভিন্ন গ্যাং আছে। কি সব বাহারি নাম নাইন স্টার, ডিসকো বয়েজ। ফেসবুকে ঘোষণা দিয়ে এরা মারামারি করত, একজন আরেকজনকে মেরে ফেলার হুমকি দিত। কিছুদিন আগে ময়মনসিংহতেও এমন কিশোর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


আমরা কি বুঝতে পারছি এক ভয়ানক ক্যান্সার আমাদের সমাজে বাসা বাঁধছে। সত্যি বলতে আমি এই ছেলেদের একটুও দোষ দেই না। আমাদের দেশের আইন অনুযায়ীও এদের দোষারোপ করার সুযোগ নেই। আর কিভাবেই বা দোষ দিবেন এদের। জীবন সম্পর্কে কতটুকুই বা জানার সুযোগ পায় এরা, কতটুকুই বা জেনেছে?


আমরা এদের খেলার মাঠ কেড়ে নিয়েছি। সেখানে আমাদের কর্পোরেট বাণিজ্য চলে। মহল্লার বাচ্চারা খেললে নগদ নারায়ণ নাই। আমাদের নগদ প্রাপ্তি দরকার। ওরা কোথায় ঘুড়ি ওড়াবে। ইট কাঠের জঙ্গলে তো আকাশটা ঢেকে দিয়েছি। ওরা খোলা আকাশ দেখার সুযোগই পায় না, ঘুড়ি কেমনে ওড়াবে।


একটা সুন্দর শৈশব বা কৈশোর আমরা আমাদের সন্তানদের দিতে পারছি না। তাই তারাই তাদের মতো জীবন বেছে নিচ্ছে। তারই ফলশ্রুতিতে আজা আদনানদের লাশ দেখতে হচ্ছে। জুনায়েদ কিংবা নুরুল্লাহদের গুটিবাজি দেখতে হচ্ছে। সামনে ঘোর অন্ধকার। আবারো বলছি এর পুরো দায় আমাদের, এই সমাজের। এই বাচ্চাদের দোষ দিয়ে, বিচার করে এই পরিস্থিতির কোন লাভ হবে না।


আমিনুল হক পলাশের ফেসবুক থেকে


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com