শিরোনাম
বাংলাদেশী দুই টাকার নোট ভারতে ৫ রুপিতে বিক্রি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৩:১৮
বাংলাদেশী দুই টাকার নোট ভারতে ৫ রুপিতে বিক্রি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বাজারে বাংলাদেশী দুই টাকার নোট প্রতিটি পাঁচ রুপি পর্যন্ত মূল্যে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। যশোরের বেনাপোল বন্দরে চলতি মাসেই দুই দফায় দুই টাকার নোটের বড় চালানসহ দুজন ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

 

চলতি মাসের শুরুতে উদ্ধার করা হয় ২৬ হাজার ২ টাকার নোট। যার মোট অর্থমূল্য ৫২ হাজার টাকা। এরপর এক সপ্তাহের ব্যবধানে আবার জব্দ করা হয় দুই টাকার নোটের আরো বড় চালান, যার মোট মূল্য ৮২ হাজার টাকার বেশি। এ ঘটনায় দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

 

নতুন দুই টাকার নোটের একদিকে শহীদ মিনারের ছবি। অন্যপাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখাবয়ব। আর পুরনো নোটের একদিকে দোয়েল পাখির ছবি রয়েছে।

 

মাদকসেবীদের অনেকের কাছে নেশাদ্রব্য গ্রহণের জন্য নতুন দুই নোট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। ফলে সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের চেষ্টা দেখা যাচ্ছে বারবার। ভারতের বাজারে এই দুই টাকাই প্রতিটি ৫ রুপি পর্যন্ত মূল্যে বিক্রি করা হয়ে থাকে বলে জানা গেছে।

 

এ বিষয়ে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘এগুলো ভারতে নিয়ে যাচ্ছিল। সেখানে এসব হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে।’

 

এসব নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা গ্রহণ করে মাদকাসক্তরা। সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা রাংতাও এ কাজে ব্যবহার করা হয়। তবে এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের নতুন দুই টাকার নতুন নোট ।

 

তিন মাস আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে দুই টাকার নোট চীনে পাচারের চেষ্টার সময় জব্দ করা হয়েছিল। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com