শিরোনাম
সোস্যাল ইসলামী ব্যাংকের সাত পরিচালকের পদত্যাগ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৭, ১৮:৩৪
সোস্যাল ইসলামী ব্যাংকের সাত পরিচালকের পদত্যাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সোস্যাল ইসলামী ব্যাংকের সাত পরিচালক পদত্যাগ করেছেন। গতকাল সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ করেন তাঁরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।


এঁদের মধ্যে চারজন স্বতন্ত্র ও তিনজন শেয়ারধারী পরিচালক। পদত্যাগী চারজন স্বতন্ত্র পরিচালক হলেন আবদুর রহমান, আবদুল মুহিত, এ এফ এম আসাদুজ্জামান ও মইনুল হাসান। তিনজন শেয়ারধারী পরিচালক হচ্ছেন ইউসুফ হারুন ভূঁইয়া, লিলি আমিন ও আফিয়া বেগম।


ওই সভায় নতুন করে আরও নয়জন পরিচালক নিয়োগ দেয়া হয়। এরই মধ্যে সাতজন স্বতন্ত্র ও দুজন শেয়ারধারী পরিচালক।


গত ৩০ অক্টোবর ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসে। ব্যাংকটির চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হঠাৎ পদত্যাগ করতে হয়। ওই দিন বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয়।


নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলীকে।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com