শিরোনাম
তেলের দামে ‘ভারসাম্য’ নিয়ে ওপেক আশাবাদী
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ০৮:৫২
তেলের দামে ‘ভারসাম্য’ নিয়ে ওপেক আশাবাদী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ভারসাম্য ফিরিয়ে আনতে নানামুখী পদক্ষেপ রনেয়া হচ্ছে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দামে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। ক্রমাগত দরপতন ঠেকাতে সরবরাহ সীমিত করার জন্য অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) সম্মিলিতভাবে পণ্যটির উত্তোলন হ্রাসের বিষয়ে চুক্তি সই করেছে। এরপরও বাজারের উন্নতি হয়নি। তবে বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) পণ্যটির বাজারে ভারসাম্য আনার প্রক্রিয়ায় গতি পেয়ে স্বস্তি ফিরবে বলে সোমবার এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছেন ওপেকের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বারকিন্দো।


তিনি বলেন, ‘অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে ওপেকভুক্ত ও বহির্ভূত দেশগুলো একযোগে কাজ করছে। চুক্তির শর্ত মেনে উত্তোলন সীমিত করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি খুব ধীরগতিতে বদলাচ্ছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে পণ্যটির উৎপাদনকারী দেশগুলোয় উত্তোলন আরও কমলে বাজার পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।’



এদিকে বিশ্বে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে থাকা কুয়েতের তেলমন্ত্রী এসাম আল-মারজুকও সামনের দিনগুলোয় পণ্যটির উত্তোলন আরও কমানোর বিষয়ে আশাবাদী। তিনি বলেন, ‘অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ আরও কমানো সম্ভব। এ বিষয়ে সবকিছুই প্রকাশ্যে রয়েছে। ওপেকভুক্ত ও বহির্ভূত দেশগুলো আন্তরিকভাবে চাইলে সামনের দিনগুলোয় চুক্তির শর্ত পূরণ করা সম্ভব। এজন্য সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।’


বাড়তি সরবরাহ চাপে ২০১৪ সালের শেষে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন শুরু হয়। এ সময় বাজারে পণ্যটির চাহিদা-সরবরাহে ভারসাম্য আনা ও দাম নিয়ন্ত্রণে চুক্তি সই করে ওপেকভুক্ত দেশগুলো। পণ্যটির সম্মিলিত দৈনিক উৎপাদন চলতি বছরের শুরুর পর্যায় থেকে ১৮ লাখ ব্যারেল কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। নির্ধারিত সময়ের মধ্যে এ লক্ষ্য পূরণ সম্ভব না হওয়ায় চুক্তির মেয়াদ আগামী বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) পর্যন্ত বাড়ানো হয়। তবে সৌদি আরব ও রাশিয়ার মতো বৃহৎ উত্তোলক ও রফতানিকারক দেশগুলো চুক্তির শর্ত পালনে আন্তরিকতা দেখিয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের উত্তোলন খাতের চাঙ্গাভাব বাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনায় গৃহীত সব পদক্ষেপই ব্যর্থ করে দিচ্ছে।সূত্র: রয়টার্স।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com