শিরোনাম
বেসরকারি ব্যাংকের পরিচালকদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ১৪:১৬
বেসরকারি ব্যাংকের পরিচালকদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেসরকারি ব্যাংকের পরিচালক পদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


তিনি বলেন, একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত এই মেয়াদ রাখা যেতে পারে। যার সময় হতে পারে ১০-১৫ বছর।


সকালে সচিবালয়ে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশর অব ব্যাংক (বিএবি) ও ব্যাংক এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।


বৈঠকে ব্যাংক মালিকরা শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ দেয়ার ক্ষেত্রে আপত্তি জানান। তারা বলেন, শ্রমিক বলতে যা বোঝায়, ব্যাংকাররা তা নয়। একই সঙ্গে পারিচালক পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অব্যাহতি চান তারা।


অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ বিষয়ে আইন সংশোধন দরকার।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com