শিরোনাম
জুন মাসেই সঞ্চয়পত্রের সুদহার সমন্বয় হবে : অর্থমন্ত্রী
প্রকাশ : ২১ মে ২০১৭, ১৭:২৬
জুন মাসেই সঞ্চয়পত্রের সুদহার সমন্বয় হবে : অর্থমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবশেষে কমানো হচ্ছে সঞ্চয়পত্রের সুদহার। চলতি জুন মাসেই এ সুদহার সমন্বয় করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতি স্কীমে সুদের হার কমতে পারে এক থেকে দেড় শতাংশ।


রবিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এর আগে সঞ্চয়পত্র বিক্রির লাগাম টানতে ২০১৫ সালের মে মাসে সব ধরনের সঞ্চয়পত্রে গড়ে ২শতাংশ হারে সুদ কমানো হয়। বর্তমানে ৫ বছর মেয়াদি পারিবারিক সঞ্চয়পত্রে কিনলে ১১.৫২% হারে সুদ পাচ্ছেন গ্রাহকরা। আর ৫ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সুদের হার ১১.৭৬% । ৩ বছর মেয়াদি ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে সুদহার ১১.৪% এবং ৩ বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্রের ক্ষেত্রে সুদহার ১১.২৮%। আর ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদহার ১১.২৮%।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com