শিরোনাম
কোটি টাকার অ্যাকাউন্ট ৬২ হাজার ছাড়িয়েছে
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:১১
কোটি টাকার অ্যাকাউন্ট ৬২ হাজার ছাড়িয়েছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের ব্যাংকগুলোতে শুধু কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টধারীর সংখ্যাই বাড়ছে না, বাড়ছে টাকার পরিমাণও। প্রাপ্ত তথ্যে দেখা যায়, এই মুহূর্তে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা মোট আমানতকারীদের মধ্যে এক শতাংশেরও কম। অথচ তাদের একাউন্টে জমা আছে ব্যাংকের মোট আমানতের ৪১ ভাগেরও বেশি টাকা।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত ব্যাংকগুলোতে মোট সাত কোটি ৮৮ লাখ আমানত হিসাব রয়েছে। এসব হিসাবে জমা আছে মোট আট লাখ ৭৪ হাজার ৪৫৩ কোটি টাকা। এই আমানতের ৪১ দশমিক ২৬ শতাংশ রয়েছে মাত্র শূন্য দশমিক ৭৯ শতাংশের কম, তথা ৬২ হাজার ৪১৮টি অ্যাকাউন্টে। আগের বছরের একই সময় পর্যন্ত মোট সাত কোটি ২২ লাখ অ্যাকাউন্টে ছিল সাত লাখ ৪৫ হাজার ৬০৬ কোটি টাকা। এর মধ্যে এক শতাংশের কম কোটিপতি হিসাবধারীদের কাছে ছিল ৪০ দশমিক ১ শতাংশ আমানত।


সূত্র মতে, আগের বছরের একই সময়ের তুলনায় কোটি টাকার আমানতকারী অ্যাকাউন্টের সংখ্যা প্রায় পাঁচ হাজার বেড়ে গত জুন শেষে ৬২ হাজার ৪১৮টিতে দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে মোট আমানতের ৪০ শতাংশ ছিল কোটিপতি আমানতকারীদের হিসাবে।


তবে এখানে শুধু যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে কোটি টাকার বেশি রয়েছে তাদেরই তথ্য তুলে ধরা হয়েছে। ধারণা করা হয় দেশে কোটিপতির সংখ্যা এর তুলনায় অনেক বেশি। আবার এসব হিসাবধারীর অনেকেই এমন আছেন, যাদের একাধিক কোটি টাকার হিসাব রয়েছে।


কোটিপতি হিসাবধারীদের মধ্যে বেসরকারি খাতের ৪৭ হাজার ৬৪১টি অ্যাকাউন্টে রয়েছে সাড়ে তিন লাখ কোটি টাকা। সরকারি খাতের ১৪ হাজার ৭৭৭টি হিসাবে রয়েছে এক লাখ ৩৭ হাজার ৫০৮ কোটি টাকা।


ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির সাবেক চেয়ারম্যান ও বেসরকারি মেঘনা ব্যাংকের এমডি নূরুল আমিন বলেন, ক্রমবর্ধমানভাবে বাংলাদেশের অর্থনীতির আকার বাড়ছে।


প্রতি বছরই জিডিপি প্রবৃদ্ধি, আয়, আমদানি, রফতানিসহ সার্বিক সূচকের উন্নতি হচ্ছে। পাশাপাশি দিন দিন আয়বৈষম্য তৈরি হচ্ছে এবং বিনিয়োগের সুযোগ কম রয়েছে। বিশেষ করে শেয়ারবাজারের গতি ধীর হয়ে পড়ায় অনেকে সেখানকার পরিবর্তে ব্যাংকে টাকা রাখছেন। এসব কারণে কোটিপতি আমানতকারী ধারাবাহিকভাবে বাড়ছে।


কোটি টাকার আমানতকারীদের ১০টি ভাগে ভাগ করে কোন পর্যায়ে কত টাকা জমা আছে তার একটি হিসাব তুলে ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে। সেখানে দেখা গেছে, ৫০ কোটি টাকার বেশি রয়েছে এমন ৭২৪টি হিসাবে গত জুনে জমা হয়েছে ৯৮ হাজার ৯৯১ কোটি টাকা। অর্থাৎ প্রতিটি অ্যাকাউন্টে গড়ে প্রায় ১৩৭ কোটি টাকা জমা আছে। এর মধ্যে বেসরকারি খাতের ৩৫৭টি হিসাবে ছিল ৪৩ হাজার ৭৯৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ ধরনের ৩১১টি হিসাবে ৩৩ হাজার ৩৯৬ কোটি টাকা ছিল। এখন ৩৯ হাজার ২৯৩ কোটি টাকা জমা আছে সরকারি খাতের ৩৬৭টি হিসাবে। গত বছর ২৬৪টি হিসাবে ছিল ৩৮ হাজার ১৪৬ কোটি টাকা।


চলতি বছরের জুন শেষে পর্যায়ক্রমে ৪০ কোটি থেকে ৫০ কোটি টাকার ২৭১টি হিসাবে জমা আছে ১২ হাজার ৬০৯ কোটি টাকা। ৩৫ থেকে ৪০ কোটি টাকার ১৬১টি অ্যাকাউন্টে রয়েছে ছয় হাজার ১০৮ কোটি টাকা। ৩০ থেকে ৩৫ কোটি টাকার ২৩৭টি অ্যাকাউন্টে আছে সাত হাজার ৭০৮ কোটি টাকা। ২৫ থেকে ৩০ কোটি টাকা রয়েছে এ ধরনের ৩৬৮টি অ্যাকাউন্টে রয়েছে ১০ হাজার ২৬১ কোটি টাকা। ২০ থেকে ২৫ কোটি টাকার ৭২৮টি অ্যাকাউন্টে রয়েছে ১৬ হাজার ২৯২ কোটি টাকা। ১৫ থেকে ২০ কোটি টাকার এক হাজার ৮০টি হিসাবে রয়েছে ১৯ হাজার ৭৫ কোটি টাকা। ১০ থেকে ১৫ কোটি টাকার দুই হাজার ১৯৬টি হিসাবে রয়েছে ২৬ হাজার ৪১৯ কোটি টাকা। পাঁচ থেকে ১০ কোটি টাকার সাত হাজার ১৯০টি হিসাবে রয়েছে ৫০ হাজার ৭৭৯ কোটি টাকা এবং এক থেকে পাঁচ কোটি টাকার মোট ৪৯ হাজার ৪৩টি হিসাবে আছে এক লাখ এক হাজার ৪১৬ কোটি টাকা।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com