শিরোনাম
ইউএনডিপি বাংলাদেশের নয়া কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৯:১৫
ইউএনডিপি বাংলাদেশের নয়া কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে সুদীপ্ত মুখার্জী নিযুক্ত হয়েছেন। আগামীকাল রবিবার তিনি কাজে যোগদান করতে ঢাকায় আসবেন।


আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনে স্থগিত ও নগর পরিকল্পনাবিদ হিসেবে সুদীপ্ত মুখার্জীর রয়েছে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। জাতিসংঘে যোগ দেয়ার আগে তিনি ভারত সরকার এবং যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে (ডিএফআইডি) কর্মরত ছিলেন।


বাংলাদেশে যোগদানের আগে তিনি ইউএনডিপি সিয়েরালিওনের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউএনডিপি’র ইরাক কার্যালয়ে কর্মরত ছিলেন।


টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে তিনি সরকার, দেশের জনগণ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজের মাধ্যমে আরো কার্যকর ভূমিকা রাখবেন।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com