১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে সোনার দাম
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৪
১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে সোনার দাম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য বেড়েছে। তবে তা এখনও গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।


বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৪০ ডলার ৯৪ সেন্টে।


আগের কার্যদিবসে বুধবার (১৫ ফেব্রুয়ারি) যার দাম ছিল ১৮৩৫ ডলার ৮১ সেন্ট। বিগত ১ মাসের মধ্যে যা সর্বনিম্ন।


একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৮৫০ ডলার ২০ সেন্টে। আগের দিন যা ছিল ১৮৪৫ ডলার ৩০ সেন্ট।


জিওজিৎ ফিন্যান্সিয়াল সার্ভিসের পণ্য গবেষণার প্রধান হারিশ ভি বলেন, যুক্তরাষ্ট্র অর্থনীতির ইতিবাচক তথ্য প্রকাশ করেছে। দেশটির মুদ্রা ডলারের দাম বাড়ছে। ফলে সোনার দরপতন ঘটছে। ৫ সপ্তাহের মধ্যে মূল্যবান ধাতুটির মূল্য সর্বনিম্নে নেমে গিয়েছিল। অবশেষে সেই জায়গা থেকে তা ঘুরে দাঁড়িয়েছে।


গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি বেড়েছে। এতে বোঝা যায়, দেশটির অর্থনীতি স্থিতিশীল আছে। কারণ, আগের টানা ২ মাস তা কমে।


তবে একই মাসে মার্কিন মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। সেটা নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে ইউএস কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমনটা হলের ডলারের দাম বাড়বে। আর সোনার দর কমবে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com