শিরোনাম
গ্যাস সংকট: বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে অস্বস্তি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১১:৩৫
গ্যাস সংকট: বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে অস্বস্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে স্বস্তি মিলছে না। বিশেষত গ্যাসের অভাবেই এ বছরেও উৎপাদনে যেতে পারছে না শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র। ২০১৫ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য থাকলেও তা পরিবর্তন করে আরও এক বছর যোগ করা হয়। এ সময়ের মধ্যে বাস্তবায়ন শেষ নাও হতে পারে ভেবে আবার ছয় মাসের সময় চেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবির এক প্রতিবেদনে এটা উল্লেখ করা হয়েছে।


পিডিবির বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রকল্পে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এ কেন্দ্রের জন্য লাইন নির্মাণের কাজ শেষ করেছে। কিন্তু জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড সঠিকভাবে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করছে না। এছাড়াও প্রকল্প গ্রহণের সময় পেট্রোবাংলা থেকে সঠিক পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করার ব্যাপারে সম্মতিপত্র নেয়া হলেও বর্তমানে ঠিকমতো গ্যাস সরবরাহ হচ্ছে না।


প্র্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রে ঠিকমতো গ্যাস সরবরাহ করা হলে বাংলাদেশ সরকারের এত বৃহৎ অঙ্কের বিনিয়োগ ফলপ্রসূ হবে না।


জানা গেছে, দুই হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক কমিশনের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পায় ২০১৩ সালের ২ এপ্রিল। কঠিন শর্তে এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) ফিন্যান্সিংয়ের মাধ্যমে চীনের এইচএসবিসি ব্যাংক এক হাজার ৯৪৫ কোটি টাকা ঋণ দিচ্ছে। এছাড়াও সংস্থার অর্থায়ন রয়েছে ৫৭ কোটি টাকা। ২০১৩ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০১৫ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সময় মতো কাজ করতে না পারায় কাজ শেষ করতে আরও এক বছর সময় বৃদ্ধি করতে হয়েছে। এ সময়েও কাজ শেষ না হওয়ায় আরও ছয় মাস সময় বাড়ানোর প্রস্তাব করছে পিডিবি।


প্রতিবেদনে বলা হয়, এ বিদ্যুৎকেন্দ্রে ফ্রান্সের জেনারেল ইলেকট্রিক কোম্পানির তৈরি অক্সিলিয়ারি সিস্টেমসহ দুটি ১২০ মেগাওয়াটসম্পন্ন গ্যাস টারবাইন ইউনিট স্থাপন করা হয়েছে। গ্যাস টারবাইন ইউনিটের কমিশনিং কাজ শেষ হয়েছে এবং পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। অক্সিলিয়ারি সিস্টেমসহ একটি ১২৫ মেগাওয়াট ক্ষমতার স্টিম টারবাইন ইউনিট স্থাপনের কাজ চলছে। এ ইউনিটটি তৈরি করেছে চীনের হারবিন কোম্পানি। বিদ্যুৎকেন্দ্রে স্থাপিত বয়লারটি প্রস্তুত করছে চীনের হ্যাংজু প্রতিষ্ঠান।


অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রে জার্মানির তৈরি গ্যাস বুস্টার কমপ্রেসার স্থাপন করা হয়েছে। এটি চালু করা হয়েছে। ৪০০ মিটার গ্যাসলাইন স্থাপনের কাজও শেষ হয়েছে। কিন্তু গ্যাসের চাপ কম থাকায় গ্যাস টারবাইন অংশ থেকে বিদ্যুৎ উৎপাদন কাঙ্ক্ষিত পরিমাণে হচ্ছে না।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com