শিরোনাম
জনপ্রিয়তা বাড়ছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:১৩
জনপ্রিয়তা বাড়ছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভাসমান পদ্ধতিতে সবজি চাষ পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে দেশজেুড়েই। জলাবদ্ধ বা বিল এলাকায় ভাসমান পদ্ধতিতে চারা উৎপাদন ও সবজি চাষের এই পদ্ধতি ইতিমধ্যে সারাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে। বিশেষত জলাভূমি ও বিল অধ্যূষিত এলাকায় এই ধরনের চাষ পদ্ধতির প্রসার ঘটছে।



প্রায় ৩০ বছর আগে ভাসমান এ চাষ পদ্ধতির উদ্ভাবন করেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কৃষকরা। আস্তে আস্তে এ চাষাবাদ ছড়িয়ে পড়ে বরিশাল, গোপালগঞ্জ, খুলনা এবং যশোরসহ বিভিন্ন বিল ও হাওর-বাওড় এলাকায়।



জানা গেছে, যেসব এলাকার জমি বছরের বেশিরভাগ সময় পানিতে তলিয়ে থাকে, সেসব জমিতে কোনো ফসল চাষ করা সম্ভব হয় না। বরং জমিগুলো কচুরিপানা, দুলালী বন, শেওলা ও ফ্যানা ঘাসসহ বিভিন্ন জলজ উদ্ভিদে ভরে যায়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে নিচু ভূমি ও বিল এলাকার কৃষকরা সম্মিলিত উদ্যোগে জমির পানিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া উদ্ভিদকে স্তূপ করে বিশেষ এক পদ্ধতিতে পানির ওপরই ৭০ থেকে ৮০ ফুট লম্বা ও পাঁচ থেকে ছয় ফুট চওড়া এবং ২ থেকে ২.৫ ফুট বীজতলা (স্থানীয়ভাবে ধাপ নামে পরিচিত) তৈরি করে তার ওপর নারকেলের ছোবড়ার গুঁড়া ও ক্ষুদ্রাকৃতির বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ পচিয়ে বীজতলা বানায়। সেখানে বীজ বপন করে উৎপাদন করা হয় বিভিন্ন প্রজাতির চারা, এমনকি স্বল্পজীবী বিভিন্ন ধরনের শাকসবজি।



কৃষকরা বিশেষভাবে তৈরিকৃত এসব ধাপের ওপর প্রায় সব ধরনের শাকসবজির চারা ও শাকসবজি উৎপাদন করছেন। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নাজিরপুর ও নেছারাবাদ থেকে উৎপাদিত চারাই দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ চারার চাহিদা পূরণ করে। বর্তমানে ওই সব বিল অঞ্চলে শত শত হেক্টর জলাবদ্ধ জমিতে কয়েক হাজার কৃষক ও চারা ব্যবসায়ী চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগে তারা চারা বিক্রি করে খুব একটা লাভবান না হলেও, বর্তমানে চারার দাম ভালো থাকায় কৃষকরা বেজায় খুশি।



কৃষকরা ধাপ পদ্ধতিতে বীজ থেকে লাউ, কুমড়া, পেঁপে, বেগুন, বাঁধাকপি, করলা, ঝিঙে, শিম, বরবটি, টমেটো ও শসার চারা উৎপাদন করছেন।



বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com