
জামালপুরে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে ভাংচুর ও আগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে প্রথমে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এরপর জামালপুর শহরের বকুলতলা এলাকায় আওয়ামী লীগ নেতা সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ শেখ হাসিনার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানান, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সন্ত্রাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা প্রতিবাদ জানিয়েছে, তারা বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানিয়েছে। আমরা চাই যেন কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, আমরা ফায়ার সার্ভিসে ফোন করে আগুন নেভানোর জন্য বলেছি।
উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর মির্জা আজমের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা তহুরা আলী সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। শাওনের এক ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিককে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিবার্তা/ওসমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]