ফের আলোচনায় হানিয়া আমির
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭
ফের আলোচনায় হানিয়া আমির
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রচারের শুরু থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে পাকিস্তানি নতুন সিরিয়াল ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। সিরিজটির জনপ্রিয়তার বড় কারণ মুল চরিত্রে থাকা জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। পাকিস্তানের গণ্ডি পেড়িয়ে বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সিরিয়ালটি।


এই ধারাবাহিকের মাধ্যমে প্রায় এক বছর পর টেলিভিশনে ফিরেছেন হানিয়া। বিরতির পরও যে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, তা আবারও প্রমাণ করেছেন তিনি। এর আগে ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’–এ অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন অভিনেত্রী।


‘মেরি জিন্দেগি হ্যায় তু’তে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন বিলাল আব্বাস খান। আইরা ও কাময়ার চরিত্রে এই নতুন জুটির পর্দার রসায়ন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের অভিনয় ও রোমান্টিক মুহূর্ত নিয়ে প্রশংসা থামছে না।


তবে সব প্রশংসার মধ্যেও কিছু সমালোচনা রয়েছে। গল্পের ধীরগতির উপস্থাপন ও অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহারে একাংশ দর্শক মনে করছেন, চিত্রনাট্য আরও সংক্ষিপ্ত হলে সিরিয়ালটি আরও উপভোগ্য হতো। তবুও সব মিলিয়ে, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ এখন দর্শক মহলে আলোচনার শীর্ষে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com