
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন এবং গণভোট নিয়ে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গুলশানে ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এই কথা জানান তিনি।
সিইসি বলেন, ‘আলোচনা খুব সুন্দর হয়েছে। কূটনীতিকরা খুশি। একটা ট্রান্সপারেন্সি নির্বাচন চাই। তারা আস্থাশীল।’
সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে, এজন্য সব ধরনের সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন তারা।’
সিইসি আরও বলেন, ‘কোনো ধরনের প্রশ্ন করেননি কূটনীতিকরা। তারা নির্বাচন কমিশনের উদ্দেশ সম্পর্কে অভিহিত হয়েছেন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]