বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার কারণ জানাল আইসিসি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২৩:৩৪
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার কারণ জানাল আইসিসি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।


বাংলাদেশকে বাদ দেওয়ার কারণ হিসেবে আইসিসি তাদের বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে। সংস্থাটি দাবি করেছে, ভারতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ নেই। আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়নে সন্তোষজনক রিপোর্ট পাওয়ার কারণেই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। যেহেতু বিসিবি আইসিসির নিরাপত্তা আশ্বাসে আস্থা রাখেনি এবং নির্ধারিত ডেডলাইনের মধ্যে ভারতে খেলার সম্মতি দেয়নি, তাই টুর্নামেন্টের স্বার্থে বিকল্প দল বেছে নেওয়া হয়েছে।


নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে শুরু থেকেই অনড় ছিল বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের প্রস্তাব আইসিসির বোর্ড সভায় ১৪-২ ভোটে হেরে যাওয়ার পর বিসিবি শেষ চেষ্টা হিসেবে আইসিসির ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির’ (ডিআরসি) দ্বারস্থ হয়েছিল। কিন্তু এখতিয়ার বহির্ভূত হওয়ায় সেই আবেদনও খারিজ হয়ে যায়। এরপর আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল সংস্থাটি।


বাংলাদেশের বিদায়ে কপাল খুলেছে স্কটল্যান্ডের। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সহযোগী দেশ হিসেবে তারাই সুযোগ পেয়েছে। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্লটেই জায়গা করে নিয়েছে ব্রিটিশ দ্বীপপুঞ্জের দেশটি।


বাংলাদেশ যে ভেন্যুগুলোতে (কলকাতা ও মুম্বাই) খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, সেখানেই খেলবে স্কটল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। এরপর একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়বে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com