বর্ণিল আয়োজনে
চবির মেরিন সাইন্সেস ইন্সটিটিউটের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮
চবির মেরিন সাইন্সেস ইন্সটিটিউটের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনব্যাপী বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সাইন্সেস ইন্সটিটিউটের সুবর্ণজয়ন্তী উৎসব।দেশের প্রথম মেরিন সায়েন্সেস ইনস্টিটিউট হিসেবে পঞ্চাশ বছর পূর্তি পালন করল এটি।


শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইন্সটিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সুবর্ণজয়ন্তী উৎসব।


অতিথিদের ফুল দিয়ে বরণ করে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন। এরপর সমুদ্রবিজ্ঞান চর্চায় গৌরবের ৫০ বছর এর উপর ডকুমেন্টারি প্রদর্শন শেষে সুবর্ণজয়ন্তী র‍্যালি (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস চত্বর থেকে শহীদ মিনার শহীদ মিনার থেকে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস চত্বর) করা হয়। সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠে ইন্সটিটিউট প্রাঙ্গণ।


ইনস্টিটিউটের পরিচালক ও সুবর্ণজয়ন্তী উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন বলেন, মেরিন সায়েন্স বাংলাদেশের ১ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে কেনেডিয়ান সরকারের কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় "মেরিন বায়োলজি বিভাগ" হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৮৩ সালে 'ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস" নামে রূপান্তরিত হয়। গৌরবের অনেকগুলো বছর ও অবদান নিয়ে আজকে ৫০ বছর উদ্‌যাপন করছি আমরা। সমুদ্র বিজ্ঞানের অসামান্য অবদান নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।


ইন্সটিটিউটের ৩৬তম ব্যাচের সাবেক এক শিক্ষার্থী শামীম সারওয়ার হোসেন বলেন, আমরা অনেকেই আজকের অনুষ্ঠানে পরিবারসহ উপস্থিত হয়েছি। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এরকম মিলনমেলায় আসতে পেরে অত্যন্ত আনন্দিত আমরা।


বিবার্তা/মহসিন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com