
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ব্যাটমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ উদ্বোধন করা হয়েছে।
টুর্নামেন্টটির প্রতিপাদ্য বিষয়, 'শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সুন্দরভাবে প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প'।
২ জানুয়ারি, বৃহস্পতিবার শেকৃবির কেন্দ্রীয় মাঠে বেলা ২টা ৩০ মিনিটে ক্রিকেট খেলার মাধ্যমে শেকৃবির উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন টুর্নামেন্টটি উদ্বোধন করেছেন। এছাড়াও সন্ধ্যা ৬ টায় মেয়ের জন্য,৭টায় শিক্ষকদের জন্য এবং ৮ টায় ছেলের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের বিষয়ে শেকৃবি শাখার ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস সাক্ষাৎকারে জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, যেহেতু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একটি টেকনিক্যাল ইউনিভার্সিটি, তাই শিক্ষার্থীরা কো-কারিকুলার কার্যক্রমে খুব কমই অংশগ্রহণ করে। এই প্রতিবন্ধকতা দূর করার জন্যই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের একটি অংশে শিক্ষকদের জন্য খেলার আয়োজন করা হয়েছে। তাই, তিনি মনে করেন যে উক্ত আয়োজনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও একটি ভালো সম্পর্ক তৈরি হবে।
উক্ত টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মো. আবুল বাশার, এছাড়াও উপস্থিত থাকবেন প্রক্টর, ছাত্র পরার্শমকসহ বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ।
বিবার্তা/ফাহিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]