
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, নীল দলের কনভেনর অধ্যাপক ড. আ. ক. ম. জামালউদ্দীন, কো-কনভেনর অধ্যাপক ড. তৌহিদা রশিদ ও অধ্যাপক ড. মো. আজমল হোসেন ভূঁইয়ার উপর যে সন্ত্রাসী হামলা চালানো হয়, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
১২ ডিসেম্বর, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র নামধারী গুটিকয়েক চিহ্নিত মবসন্ত্রাসী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে শিক্ষকদের হত্যার যে হুমকি প্রদান করে, শারীরিকভাবে লাঞ্ছিত করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং অসত্য ও মিথ্যা তথ্য প্রদান করে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এতে আরো বলা হয়, প্রশাসনের নাকের ডগায় বসে যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তাদের শাস্তি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা
কর্মচারীগণের মধ্যে যে পবিত্র শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক আজীবন বিরাজমান ছিল, তা নিশ্চিত করার জন্য অতিসত্বর মবসন্ত্রাস চিরতরে বন্ধের ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]