
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই দফায় মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত স্থগিত করা হলো 'শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৪'।
এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লোকপ্রশাসন বিভাগ এবং একাউন্টিং বিভাগের মধ্যকার খেলায় ফার্মেসি বিভাগের এক খেলোয়াড় দ্বারা বাহিরে যাওয়া বল মাঠে ফেরত পাঠানোকে কেন্দ্র করে লোকপ্রশাসন এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে দুই বিভাগ থেকেই প্রক্টর বরাবর দুটি অভিযোগ পত্র দেওয়া হয়।
তবে এখানেই ঘটনা থেমে থাকেনি। শুক্রবার (১৫ নভেম্বর) ম্যাজিক প্যারাডাইজ সংলগ্ন একটি হোটেলের পাশে পাল্টা আক্রমণে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এটাকে ঘিরে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝেই থমথমে অবস্থা বিরাজ করছে।
এই দুই ঘটনাকে কেন্দ্র করেই আপাতত টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল আলম বলেন, 'এটা আসলে দুঃখজনক যে একটা চলমান খেলা অনাকাঙ্ক্ষিত কিছু কারণে স্থগিত করতে হচ্ছে। তবে আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব খেলা শুরু করার।'
এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'চলমান অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা কতদিন স্থগিত থাকবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রক্টরিয়াল বডি এবং প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখবে তারপর আমাদের জানালে আমরা খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিব। তবে চেষ্টা থাকবে এটা যেন দীর্ঘ না হয়।
বিবার্তা/প্রসেনজিত/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]