গৌরীপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৫:২০
গৌরীপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ।


রবিবার (২৫ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান।


উদ্বোধনী অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এসে শেষ হয়।


উদ্বোধনী আলোচনায় ইউএনও এম সাজ্জাদুল হাসান বলেন, “ভূমি অপরাধ ও প্রতিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধার করা সম্ভব। আমরা চাই, প্রত্যেক নাগরিক তার জমির ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধের মাধ্যমে নিজস্ব সম্পত্তি সুরক্ষিত রাখুন। ভূমি অফিসের সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ও গিয়াস উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিছ, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলী আকবর আনিছ। ভূমি সেবা সপ্তাহ চলাকালীন জনগণ ভূমি সংক্রান্ত নানা ধরনের সেবা সহজেই গ্রহণ করতে পারবেন বলে আয়োজকরা জানান।


বিবার্তা/হুমায়ুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com