পঞ্চগড় সীমান্তের নদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৮:৫৪
পঞ্চগড় সীমান্তের নদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তের করতোয়া ও সাও নদীর মিলনস্থল থেকে মানিক হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ ও বিজিবি। নিহত যুবকের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। সে ওই এলাকার তৈবুর রহমানের ছেলে।


জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে সীমান্তে গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এ সময় বাকিরা পালিয়ে গেলেও নিখোঁজ হন মানিকসহ ৪ জন। নিখোঁজের দুই দিন পর আজ শনিবার(১৬ আগস্ট) সকালে সীমান্তের ওই স্থানে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেয়।


মরদেহের মাথায় গুলির ক্ষত চিহ্ন পেয়েছে পুলিশ। দুপুরে মরদেহ ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে। নিখোঁজ বাকি ৩ জনের মধ্যে আব্দুল হুদা ওরফে জমির উদ্দিন নামে একজনকে সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এখনো আরও ২ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্থানীয়দের।


তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত নাজির হোসেন জানান, নিহতের মাথার পিছন দিয়ে গুলি প্রবেশ করে মুখ ও চোখ দিয়ে বের হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের জানা যাবে কিভাবে সে মারা গেছে।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com