
জিএম কাদের আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন। আমরা আশা করবো তিনি আর নিজেকে চেয়ারম্যান দাবি করবেন না বলে মন্তব্য করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।
শনিবার (১৬ আগস্ট) গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়েছি। আমরা আশা করছি খুব শিগগিরই ইসি পার্টির নতুন চেয়ারম্যান এবং মহাসচিবের ছবি ও তথ্য আপডেট করবেন। আর ওনি (জিএম কাদের) যে পার্টির পদবি ব্যবহার করছেন তার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় পার্টির (আহা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের শ্রমবাজার সংকুচিত, অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। প্রতি বছর প্রায় ২৫ লাখ যুবক চাকরির বাজারে যুক্ত হচ্ছে। তারা কিন্তু চাকরি পাচ্ছে না। আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। জেনেতেন ভাবে কোন নির্বাচন করলে আমরা সেখানে অংশ নেবো না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার সংসদে পাস হতে হবে, লেভেল প্লেইং ফ্লিল্ড তৈরি করতে হবে। মব জাস্টিস বন্ধ করতে হবে, মানুষের শেষ ভরসাস্থল কোর্ট, সেই কোর্টের মধ্যে যদি মারামারি হয়। তাহলে মানুষ কোথায় যাবে, আমরা চাই বিচার ব্যবস্থার উন্নয়ন। অক্টোবরের মধ্যে মব বন্ধ করে লেভেল প্লেইং ফ্লিল্ড তৈরি করবেন। সাধারণ মানুষ যদি নিরাপদে নিশ্চিতে ভোট দিতে পারে, আর যদি লেভেল প্লেইং ফ্লিল্ড তৈরি হয়, তাহলে আমরা নির্বাচনে অংশ নেবো।
স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য রত্না আমিন হাওলাদার,সাইদুর রহমান টেপা, সাবেক সংসদ সদস্য লিয়াকত খোকা, সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ আগস্ট জাতীয় পার্টির একাংশের কাউন্সিলের মাধ্যমে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টির নতুন কমিটি যাত্রা শুরু করেছে। যে কারণে অনেকেই একে জাতীয় পার্টি (আহা) হিসেবে অভিহিত করছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]