প্রেস ব্রিফিংয়ে সালাহউদ্দিন
গুলশানে চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট হওয়া দরকার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৫:৩৬
গুলশানে চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট হওয়া দরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের (এমপি) বাসায় চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, এই ঘটনার তদন্ত না হলে উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে এবং জনগণের সামনে সত্য তুলে ধরা দরকার।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর মন্তব্য পরিহার করার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবেন, তারা জাতীয় রাজনীতি থেকে বাদ পড়বেন।


সম্প্রতি গুলশানে চাঁদাবাজিকাণ্ডে গ্রেফরতার হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু'র একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ওই বক্তব্যে তিনি একজন উপদেষ্টার সঙ্গে ভোরে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাতের কথা বলেন। তবে আজ জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন যে, বিএনপির নেতা ইশরাক হোসেন জোরপূর্বক তার স্বামীর কাছ থেকে এ স্বীকারোক্তি আদায় করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com