করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে শিশুসহ নিহত ৩
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৩:৫৭
করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে শিশুসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের করাচি শহরে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের সময় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও শতাধিক মানুষ। স্থানীয় পুলিশ, হাসপাতাল এবং উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডনের।


এভাবে ফাঁকা গুলি ছোড়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও স্বাধীনতা, দিবস বা নববর্ষ উদযাপনের সময় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এসব থেকে হতাহতের ঘটনা ঘটলেও তা থামানো যাচ্ছে না।


পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ মোট ১০৯ জনকে সেখানকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


আজিজাবাদ স্টেশন হাউস অফিসার (এসএইচও) ওয়াকার কায়সার ডনকে বলেন, আজিজাবাদ ব্লক-৮-এ বাড়ির দ্বিতীয় তলার গ্যালারি থেকে সাত বছর বয়সী এক মেয়ে শিশু স্বাধীনতা দিবসের আতশবাজি দেখছিল। ঠিক সে সময়ই একটি গুলি এসে তার মাথায় লাগে।


কিছুক্ষণ পরে, তার মা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং তার চাচা তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটির মরদেহ আব্বাসি শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়।


এসএইচও কায়সার বলেন, গুলিটি ৯ মি.মি পিস্তল থেকে ছোড়া হয়েছিল। তিনি আরও বলেন, ফাঁকা গুলি চালানোর ঘটনায় জড়িত চার সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে দুটি ৯ মি.মি পিস্তল উদ্ধার করা হয়েছে। ওই অস্ত্রগুলো দিয়েই এই ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করা হবে বলে জানান তিনি।


এদিকে আওয়ামী কলোনি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, মডেল ফ্যামিলি পার্ক কোরাঙ্গি নং ৩-এ ৩৫ বছর বয়সী এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায়য় আরও তদন্ত চলছে।


দক্ষিণ উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা ডন ডটকমকে বলেন, এই ঘটনায় ৭০ বছর বয়সী অপর এক ব্যক্তিও নিহত হয়েছেন। তিনি কালরির ইব্রাহিম মসজিদের কাছে আগ্রা তাজ কলোনিতে তার বাড়ির বাইরে বসে থাকার সময় গুলিবিদ্ধ হন। তাকে করাচির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com