
পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে নেমে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।
জানা যায়, দক্ষিনপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি টাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনা স্থলেই ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় আরও এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে।
নিহতরা হলেন, পৌর সদরের গাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) এবং এলাকার আব্দুল গফুরের ছেলে মস্তাকিন (২১)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থাণীয়রা বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে বরিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানিয়েছেন এ ঘটনায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেড়া মডেল থানায় একটি ইউ ডি মামলা দায়ের হচ্ছে।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]