
নরসিংদীতে বিতর্কিত এক নারী শিক্ষিকার অপসারণ এবং শাস্তির দাবিতে রোববার (২৫ মে) বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
নরসিংদী সরকারি কলেজশিক্ষার্থী এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এই মিছিল ও সমাবেশ করেছেন।
জানা গেছে, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এর বিরুদ্ধে ইসলামবিদ্বেষ, ধর্মদ্রোহীতা এবং সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণ দেখিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন। বেলা ১২ টার দিকে হেফাজতে ইসলামের কয়েক শত নেতাকর্মী এবং নরসিংদী সরকারি কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থীকে ব্যানার নিয়ে কলেজ গেইট থেকে একটি মিছিল বের করেন।
মিছিলটি বিক্ষোভ করতে করতে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন এবং সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়েছে শিক্ষিকা নাদিরা ইয়াসমিন ব্যাক্তিগতভাবে একজন ইসলামবিদ্বেষী এবং ধর্মদ্রোহী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত। নরসিংদীর সর্বস্তরের মানুষের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান রেখে এই সমালোচিত শিক্ষিকার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে শিক্ষকতা থেকে অপসারণ এবং শাস্তির দাবি জানানো হয়েছে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]