
রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাটের আধিপত্য বিস্তার নিয়ে তিন জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের আরজুল মোল্লা (৪৮), কদম আলী (৩৫) ও বাচ্চু মিয়া (৩০)। আহতদের মধ্যে আরজুলের দুই হাতের কব্জি কেটে ফেলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৈশাখ মাসের প্রথম দিকে সোনাপুর হাটের একটি অংশের দখল নিতে চায় কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল। শিমুল দখল নিতে ব্যর্থ হওয়ার কারণে হাটের আধিপত্য দখল করে আরজুল।
রোজার ঈদের মধ্যে শিমুল হাটের আসলে আরজুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী শিমুলকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে শিমুল এলাকায় ফিরে আসেন।
রবিবার সোনাপুর বাজারে আরজুল, কদম আলী, বাচ্চু অবস্থান করছে বিষয়টি জানতে পেরে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেল নিয়ে এসে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। আহতদের মধ্যে কদম আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনার সাথে শিমুল জড়িত বলে অভিযোগ করেন আহত আরজুল।
বালিয়াকান্দি থানার অফিসার (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি হাটের আধিপত্য বিস্তার নিয়ে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]