
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুরের পরে থেকে বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল প্রেমী বিভিন্ন বয়সের নারী ও পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতি ভাদুড়িয়া ও আহাদ ফুটবল একাডেমি জয়পুরহাট অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলোয়াড় কল্যাণ সমিতি ভাদুড়িয়া ১-০ গোলে আহাদ ফুটবল একাডেমি জয়পুরহাট কে হারিয়েছে।
এই প্রতিযোগিতায় নবাবগঞ্জ, জয়পুরহাট সহ দিনাজপুরের বিভিন্ন উপজেলার মোট ৮টি দল অংশ নিচ্ছে বলে জানান আয়োজক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খেলার আয়োজক মোঃ নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শুভ সহ আরও অনেকে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]