
পঞ্চগড়ে করোতোয়া নদীর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যাক্তির নাম বাদশা মিয়া(৩৯)। তিনি পাশ্ববর্তী আরাজি শিকারপুর বামনডুবি এলাকার মোঃ ফারুকের ছেলে।
রোববার (২৫ মে) সকালে জেলার বোদা উপজেলার মাড়েয়া কাটাবাড়ি এলাকায় করোতোয়া নদীর পাড়ে মরাদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকালে গরু চরাতে গিয়ে প্রথমে দুর থেকে লাশটি দেখতে পান মৃত ব্যাক্তির মামা লুৎফর রহমান। তার চিৎকারেই আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে লাশটি বাদশার বলে নিশ্চিত হন তারা।
লুৎফর রহমান জানান, বাদশা ঢাকাতে থাকতেন। সে কখন বাড়িতে এসেছিলো সে বিষয়ে পরিবারের কেউ কিছু বলতে পারছেন না। তার সাথে কারো ব্যাক্তিগত কোন শত্রুতার বিষয়ও তার জানা নেই।
স্বজনরা জানান, এখানে দ্বিতীয় স্ত্রীকে রেখে ঢাকায় প্রথম স্ত্রীর কাছে থাকতেন বাদশা। এ নিয়ে প্রায়ই দ্বিতীয় স্ত্রীর সাথে ঝামেলা হতো তার। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গতকাল কোন একসময় ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। এবং পারিবারিক এসব ঝামেলার জের ধরেই মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তবে, পারিবারিক ঝামেলার কারনে সে আত্মহত্যা করে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানিয়েছেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে । প্রাথমিক সুরতহাল শেষে লাশ পোস্টমর্টেম ও পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]