ডাকসুর তফসিল ঘোষণার দাবিতে অনশনরত ২ ঢাবি শিক্ষার্থী হাসপাতালে
প্রকাশ : ২৩ মে ২০২৫, ২৩:৩৬
ডাকসুর তফসিল ঘোষণার দাবিতে অনশনরত ২ ঢাবি শিক্ষার্থী হাসপাতালে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণার দাবিতে টানা দুই দিন ধরে অনশনে ছিলেন ঢাবির ৩ শিক্ষার্থী। শারীরিক অবস্থা ভেঙে পড়ায় তাদের মধ্য থেকে দুই শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার মোর্তজা মেডিকেলে পাঠানো হয়েছে।


তারা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং ঢাবি শিক্ষার্থী মাহতাব।


শুক্রবার (২৩ মে) শিক্ষার্থীদের অনশন ভাঙাতে এসে তাদের মেডিকেলে যেতে অনুরোধ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এসময় কয়েকজন সহকারী প্রক্টরও উপস্থিত ছিলেন।


শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, একজন ৫১ ঘণ্টা ধরে অনশনে ছিলেন। একজন ২৪ ঘণ্টা ধরেছিলেন। আজ তাদের স্যালাইন দেওয়া হয়। এখন তাদের মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। আজকে তারা সেখানে থাকবেন।


তিনি আরও বলেন, আমরা ১৩ মে ১০টা ছাত্র সংগঠনের সঙ্গে বসি। ১৪ মেও বসার কথা ছিল। কিন্ত ১৩ মে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এজন্য আমরা নির্বাচন কমিশন গঠন করতে পারিনি।


প্রক্টর বলেন, এখনো একজন অনশনরত আছেন। তার অনশন ভাঙাতে আমরা পারিনি।


বর্তমানে অনশনরত শিক্ষার্থী ও স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মুহাম্মাদ খালিদ বলেন, নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত আমাদের এ অনশন কর্মসূচি চলবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com