চবিতে পর্দা উঠল সংসদীয় প্রতিযোগিতা জাতীয় ছায়া আইনসভার
প্রকাশ : ২৩ মে ২০২৫, ২০:৩৭
চবিতে পর্দা উঠল সংসদীয় প্রতিযোগিতা জাতীয় ছায়া আইনসভার
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে সংসদীয় প্রতিযোগিতা 'নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫'। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল' স্টুডেন্টস (নিলস) এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)।


শুক্রবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের অধ্যাপক এ বি এম আবু নোমান, সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।


সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম শান্তু ।


অনুষ্ঠানের ব্যাপারপ উপাচার্য মন্তব্য করে বলেন, এই কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ যা আমাদের ভবিষ্যৎ আইন প্রণেতাদের গড়ে তুলতে সহায়তা করবে।


প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, আইন শুধু আদালতের জন্য নয়—প্রত্যেক নাগরিকের উচিত আইন ও দেশের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা জানা। চার বছর পড়েও অনেক আইন শিক্ষার্থী পরিবর্তন আনতে পারে না। তিনি বলেন, এনএনএলএ-২০২৫ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি এই সত্যের অনুস্মারক যে যুবসমাজই দেশের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতার ঘনিষ্ঠ পর্যবেক্ষক এবং তারাই পারে জাতির প্রকৃত চাহিদা অনুযায়ী আইন গঠন করতে।


এই আয়োজনের আহ্বায়ক রাব্বী তৌহিদ বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি চমৎকার উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা গর্বিত এবং আমরা আশা করি যে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে।”


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইতমিনান মনির বাসিলিস ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তানজিম মালিহা তাহা এর যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে ৪০টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীরা এসেছেন এবং ১০০ জনেরও বেশি শিক্ষার্থী আয়োজক হিসেবে অবদান রেখেছেন।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com