সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ২২:২৬
সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম অভিজিৎ হালদার। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।


১৯ জানুয়ারি, শুক্রবার ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তার সহপাঠীরা এ বিষয়টি নিশ্চিত করেন।


অভিজিৎ এর সহপাঠীরা জানান, আজ দুপুর ১২টায় বান্ধবীকে নিয়ে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙের সাথে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান অভিজিৎ হালদার।


সহপাঠীরা আরও জানান, তার সঙ্গে থাকা জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনন্যা হালদার অন্তু নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঢাকা-মাওয়া হাইওয়ের শ্রীনগরে দুর্ঘটনাটি ঘটে। এতে অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। অভির মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি৷


প্রক্টর আরও বলেন, অভির সাথে অন্তু গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার সেখানেই চিকিৎসা চলছে।


অভিজিৎ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা।


বিবার্তা/রুদ্র/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com