
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মনোরম চীন, রঙিন ইউনান’ শীর্ষক সপ্তাহব্যাপী চীনা বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।
১৭ জানুয়ারি, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এই বর্ণাঢ্য উৎসব আয়োজিত হয়।
ঢাকাস্থ চীনা দূতাবাস, চীনের ইউনান প্রদেশের তথ্য ও পররাষ্ট্র বিষয়ক অফিস এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট এই উৎসবের আয়োজন করে।
ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক হু জিনমিং এবং চীনের কমিউনিস্ট পার্টি ইউনান প্রদেশের উপ-মহাপরিচালক মি. পেং বিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল চীনা বসন্ত উৎসব আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম বাংলাদেশ, চীন এবং দু দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, উৎসবে চীনের ইউনান প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত আলোকচিত্র ও ক্যালিগ্রাফি প্রদর্শন করা হয়।
বিবার্তা/ছাব্বির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]