কুবি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খাবারের দাম কমিয়েছে হোটেল মালিকরা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫৮
কুবি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খাবারের দাম কমিয়েছে হোটেল মালিকরা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খাবারের হোটেলগুলো তালাবদ্ধের পর কুবি প্রক্টরের সমঝোতায় নতুন মূল্য তালিকা নির্ধারণ করা হয়। তবে নতুন মূল্যতালিকা শুধু কুবি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।


নতুন মূল্য তালিকা অনুসারে, দুই পিছ গরুর গোশত ৫৫ টাকা, চার পিছ গরুর গোশত ১০০ টাকা, ব্রয়লার মুরগী এক পিছ ৪৫ টাকা, কক মুরগী ৪ পিছ ১০০ টাকা, ডাল ৫ টাকা, ভাতের সাথে সবজি ২০ টাকা, মাছ ভর্তা ২০ টাকা, আলু ভর্তা ১০ টাকা, শুটকি ভর্তা ১৫ টাকা, পরোটা ১০ টাকা, ডিমের সাথে ডাল ২০ টাকা, তেহারি ৪৫ টাকা, সিংগারা-সমুচা ৮ টাকা, ভাত ১০ টাকা, মুরগী মাসালা ৫০ টাকা, রুই মাছ ৭০ টাকা, তেলাপিয়া ৪৫ টাকা, পাবদা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে দুপুর ২ টার দিকে শিক্ষার্থীরা হোটেলগুলো তালাবদ্ধ করে। পরবর্তীতে বিকাল ৫ টার দিকে উভয়পক্ষের আলোচনার ভিত্তিতে নতুন মূল্য তালিকা নির্ধারিত হওয়ার পরে হোটেলগুলোর তালা খুলে দেওয়া হয়। নতুন মূল্যতালিকার ব্যাপারে শিক্ষার্থীরা এবং দোকান মালিক উভয়ই সন্তুষ্টি প্রকাশ করে।


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী এম এইচ সাকিব বলেন, ' বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের হস্তক্ষেপে আমরা নতুন মূল্য তালিকা পেয়েছি। এই মূল্য তালিকা আমাদের মতামত নিয়েই তৈরি করা হয়েছে। এই তালিকা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।'


এই বিষয়ে মামা হোটেলের মালিক বলেন, প্রক্টর স্যার আমাদেরকে নিয়ে যে দাম নির্ধারণ করেছেন এইটাতে আমরা সন্তুষ্ট।


সার্বিক বিষয়ে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাইরের যে হোটেল-রেস্টুরেন্ট আছে তাদের মালিকপক্ষের সাথে কথা বলেছি। তারা শুধু শিক্ষার্থীদের জন্যই বেশ কিছু খাবারের দাম কমিয়েছে। আশা করি দ্রুত তারা সুষ্ঠুভাবে এটা বাস্তবায়ন করবে।'


বিবার্তা/প্রসেনজিত/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com