ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‌‘বঙ্গমাতা বক্তৃতামালা’ অনুষ্ঠিত
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১৯:১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‌‘বঙ্গমাতা বক্তৃতামালা’ অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর উদ্যোগে ‘অর্ন্তভুক্তিমূলক ও টেকসই উন্নয়নঃ ট্রান্সজেন্ডার ও বর্তমান প্রেক্ষিত' শীর্ষক ‘বঙ্গমাতা বক্তৃতামালা’ অনুষ্ঠিত হয়েছে।


২৬ অক্টোবর, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. তানিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরমা দত্ত এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। প্রবন্ধের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী।


বিবার্তা/ছাব্বির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com