ধর্মপাশায় আইনগত সহায়তা দিবসের র‍্যালি ও আলোচনা সভা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১৯:১২
ধর্মপাশায় আইনগত সহায়তা দিবসের র‍্যালি ও আলোচনা সভা
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


২৮ এপ্রিল, রবিবার সকাল ১০টায় ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।


ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি এই র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান মিছবাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।


চৌকি আদালত বিশেষ আইনজীবী কমিটির সদস্য সচিব এডভোকেট একরাম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দিন।


এছাড়া অন্যদের মাঝে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি আব্দুল মজিদ তালুকদার, চৌকি আদালত বিশেষ আইনজীবী কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুল হাই তালুকদার, এডভোকেট আরফান আলী, ধর্মপাশা থানার (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা, মধ্যনগর থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সমকাল প্রতিনিধি এনামুল হক, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তা প্রমুখ।


বিবার্তা/শহীদুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com