তিন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের প্রমোশনের দাবিতে গণঅনশন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১৯:২২
তিন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের প্রমোশনের দাবিতে গণঅনশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ফলাফল বিলম্বে প্রকাশের কারণে ওই সময়ের মধ্যে পরবর্তী বর্ষের ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়। সেক্ষেত্রে জিপিএ বা সিজিপিএ শর্তের জন্য ওই বর্ষে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেতে পারেনা অনেক শিক্ষার্থী। ফলে তাদের এক বছর সময় নষ্ট হচ্ছে। তাই নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণের সুযোগের দাবিতে গণঅনশন করছে সাত কলেজের শিক্ষার্থীরা।


২০ আগস্ট, রবিবার দুপুর ২টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত আমরণ গণঅনশনে যোগ দিয়ে এ দাবি জানান শিক্ষার্থীরা।


এসময় ঢাবির প্রশাসনিক জটিলতা ও হয়রানি বন্ধ করার দাবি জানায় দীর্ঘদিন ধরে আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ঢাবি রেজিস্ট্রার ভবনে সেবা দেওয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে। ঢাবি অধিভুক্ত সাত কলেজ হওয়ায় এখনও তাদের বাঁকা চোখে দেখা হয়।


অনশনে যোগ দেয়া ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগর বলেন, আমাদের দাবি যৌক্তিক। ঢাবি পরীক্ষার ফলাফল দিতে দেরি করছে। আমরা ফাইনাল পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে ইনকোর্স পরীক্ষাতেও অংশ নেই। কিন্তু ঢাবি দেরি করে ফলাফল প্রকাশ করে। এক্ষেত্রে তিন বিষয়ে অকার্যকর হলে ফাইনাল পরীক্ষায় অংশ নেয়া যাবেনা। এতে আমরা পড়াশোনায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com