শিরোনাম
মাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
মাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী (৭ম ব্যাচ) শিক্ষার্থী মাইদুল ইসলামে। তিনি রসায়ন বিভাগের (৭ম ব্যাচ) শিক্ষার্থী। তার মা মোছা. মোবাশ্বেরা বেগমের চিকিৎসার জন্য  আর্থিক সহায়তায় আবদেন করেছেন। মাইদুলের মা কিডনি এবং লিভারের রোগে আক্রান্ত৷


মাইদুল এবং তার বন্ধুবান্ধব বিষয়টি নিশ্চিত করেছেন।


মাইদুলের বন্ধু ও পরিবারের সদস্যরা জানান, পাঁচ বছর যাবত মোছা. মোবাশ্বেরা কিডনি এবং লিভারের রোগে আক্রান্ত। বর্তমানে তার লিভার এবং কিডনি প্রতিস্থাপন জরুরি। তার চিকিৎসার জন্য ষাট লক্ষাধিক টাকার প্রয়োজন।


সকলের সহায়তা চেয়ে মাইদুল বলেন, 'কিডনী দাতা আমার ছোটভাই নাম মেহেদী তার সাথে ম্যাচ করেছে। আমি মা'র জন্য সকলের কাছে আর্থিক সহায়তা চাচ্ছি। আমি আমার স্নেহময়ী মাকে বাঁচাতে চাই।'


আর্থিক সহায়তার ব্যাপারে তিনি বলেন, 'আমার বাবার  সম্পত্তি বলতে যা ছিল তার সব বিক্রি করেও ৬০ লাখ টাকা ম্যানেজ করতে পারছি না। যেখানে চিকিৎসার জন্য আরো অর্থের প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সহায়তা করেন থাকেন। আমি স্যারের নিকট সহায়তা কামনা করছি।'


মাইদুলের সহপাঠী সহ বিশ্ববিদ্যালয়ে ছোট ভাইবোনেরা তার মায়ের চিকিৎসার জন্য বিভিন্ন ভাবে আর্থিক অর্থ সংগ্রহের চেষ্টা করছেন।


মাইদুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সকলের নিকট আর্থিক সহায়তা প্রার্থনা করেছেন।


সাহায্য পাঠাতে


01611933565 (বিকাশ মার্চেন্ট)
01797796588 (পারসোনাল ) 
01827669566 (পারসোনাল ) 
01767190479 (বিকাশ পার্সোনাল, মাইদুল ইসলাম) 


বিকাশ পারসোনাল নাম্বারে লিমিটেশনের জন্য মার্চেন্ট নাম্বার)  


নগদ: 01749125919
রকেট: 01521577838


NRBC ব্যাংক একাউন্ট নম্বর: 013031100011290


জনতা ব্যাংক একাউন্ট নম্বর: 0100220765827


বিবার্তা/এহসান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com