নরসিংদীর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ২২:৩৩
নরসিংদীর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করেছে।


দুদকের উপ-পরিচালক আরিফ সাদেক বিবার্তাকে এনফোর্সমেন্ট টিমের অভিযান পরিচালনার বিষয়ে অভিহিত করেন।


অভিযান পরিচালনার সময় একজন দালালকে অন্য ব্যক্তির পাসপোর্ট ফর্মসহ আটক করা হয় এবং উক্ত অফিসের সহকারী পরিচালকের নিকট আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়।


এছাড়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মচারীদের কোন প্রকার হয়রানি ছাড়া সেবাদান ও পাসপোর্ট সরবরাহ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক উপস্থিত সেবাগ্রহীতাদের সম্মুখে কোন প্রকার দুর্নীতি, অনিয়ম ও হয়রানি ছাড়া পাসপোর্ট প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন।


অভিযান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।


বিবার্তা/সানজিদা/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com